আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি।। কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্দ্যোগে শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ , আলোচনা সভা ও শিশু কিশোরদের নিয়ে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে’র সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুমিল্লা-২ ( হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশসা আহমেদ জাকসি, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুর রসুল, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ। পরে উপকারভোগী ৬ জন মহিলার মাঝে ৬ টি সেলাই মেশিন বিতরণ হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, টিউলিপ প্রশাসন ইনষ্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।
Leave a Reply