—— মো. আলী আশরাফ খান
যে মানুষেরে সৃষ্টির সেরা করে
পাঠালেন তিনি এই ভব সংসারে,
সে মানুষই আজ হিংসা-বিদ্বেষে
এই ধরণীর তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
অফুরন্ত নেয়ামত পেয়েও মানুষ তৃপ্ত নয়,
চাই তাদের আরো অনেক!
স্বার্থ নামের হিংস্র পশুর তাড়নায়
বেপরোয়া-আজ ধ্বংসে হয় পতিত।
আজ ন্যায়-নীতির নেই বালাই যে-
অন্ধ হয়ে ঘুরছে সব অনৈতিক ঘূর্ণিপাকে,
কে কতটা বাহ্যিকতায় বড় হবে-
চলছে যুদ্ধ ভয়ঙ্কর অনিষ্টের পথ ধরে।
Leave a Reply