মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার।। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার তিন মেয়াদে অনেক কিছু বদলে দিয়েছে। দেশকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করিয়েছে। আপনার দক্ষ পরিচালনায় দেশ এখন উন্নয়নের রোল মডেল, বিশ্বের বিষ্ময়। কিন্তু বদলায়নি শুধু শিক্ষকদের ২৫% উৎসব ভাতা! বদলে দিন এটাও। এতে রাষ্ট্র ফতুর হবে না। নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মাসেতু নির্মান করতে পারলে মানুষ গড়ার কারিগরদের শতভাগ উৎসব ভাতা প্রদান মধ্যম আয়ের তকমা অর্জনকারী একটি দেশের জন্য খুব একটা কঠিন কাজ বলে মনে করি না। কেন যেন মনে হচ্ছে, এটি এমপিওভূক্ত পাঁচ লক্ষাধিক শিক্ষকের তপ্ত হৃদয়ে সরকারের প্রতি ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির একটি অপপ্রয়াস মাত্র। আপনি অত্যন্ত বিচক্ষণ এবং বিশ্বনন্দিত পরিকল্পনাকারি ও চিন্তাবিদ। তাই আপনার একনিষ্ট একজন ভক্ত হিসেবে আমার দৃঢ় বিশ্বাস বিষয়টি আপনার সুনজর কাটতে সক্ষম হবে। একজন শিক্ষক হিসেবে ২৫% উৎসব ভাতা পেয়ে আমি খুব লজ্জিত, দুঃখিত, মর্মাহত। এ লজ্জা গোটা জাতিরও বটে।
লেখকঃ প্রধান শিক্ষক, পীর কাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লা, alauddinhm71@gmail.com
Leave a Reply