কালপুরুষ রিপোর্ট।। বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক মো. রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঈদের আগে চেক ছাড় হলেও এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারিরা আগস্টের দ্বিতীয় সপ্তাহের আগে এ টাকা হাতে পাচ্ছেন না। অথচ এক সপ্তাহ আগে চেক ছাড় হলে শিক্ষকরা স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারত। এতে তো আর বাড়তি টাকা খরচ হতো না।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্তি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড় দেয়া হয়েছে। ৮টি চেকের মাধ্যমে এ অর্থ অনুদান বণ্টনকারী অগ্রণী, রুপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ১০ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে জুলাইয়ের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইতমধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদের উৎসব ভাতা প্রদান করা হয়েছে। এ বাবদ শিক্ষকরা বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়েছেন।
Leave a Reply