কালপুরুষ রিপোর্ট।। একটি শিয়াল গর্তে পড়ে কোন রকমেই উঠতে পারছিলনা। সন্ধায় তার বন্ধুরা এসে বলল, বন্ধু তুমি কোন রকমে রাতটা কাটিয়ে দাও। আগামীকাল সকালে এসে তোমাকে উদ্ধার করব। কিন্তু তোমার শরীরে যে অসংখ্য মশা আছে সেগুলো তাড়িয়ে দিয়ে যাই।
একথা শুনে শৃগালটি বলল, না দোস্তরা এ কাজ ভুলেও করিও না। আমার রক্ত খেয়ে তাদের পেট ভরে গেছে। এখন তারা আর বেশী রক্ত খাইতে পারবে না। তাদেরকে তাড়ালে নতুন আরেক দল ক্ষুধার্ত মশা এসে তাদের জায়াগায় বসবে এবং আমার বাকি রক্ত চুষে খেয়ে ফেলবে!
Leave a Reply