হালিম সৈকত,
কুমিল্লা।। কুমিল্লার
লালমাই উপজেলার
অন্যতম বিদ্যাপীঠ
অধ্যক্ষ আবুল
কালাম মজুমদার
মহিলা কলেজের
চতুর্থ ব্যাচের
ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ১১
ডিসেম্বর বুধবার
সকাল ১২
টায় অনুষ্ঠিত
হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কলেজ
পরিচালা পর্ষদের
সভাপতি ও
লালমাই উপজেলা
পরিষদের চেয়ারম্যান
আবদুল মালেক
বি.কম। বিশেষ
অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন
কলেজ পরিচালা
পর্ষদের সদস্য
ও লালমাই
উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ
রফিকুল ইসলাম,
আঃ রারেক
ও আঃ
মান্নান প্রমুখ।
সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ
কামরুল আহসান। এ
সময় অন্যান্যদের
মধ্যে উপস্থিত
ছিলেন হিসাব
বিজ্ঞান বিভাগের
বিভাগীয় প্রধান
মো. জহিরুল
ইসলাম, সমাজকর্ম
বিভাগের বিভাগীয়
প্রধান মো.
মিজানুর রহমান,
ইসলামের ইতিাসের
সহকারি অধ্যাপক
মো. আমির
হোসেন, ব্যবস্থাপনা
বিভাগের প্রভাষক
মো. আবদুল
হালিম, দিদারুল
আলম, মো.
মশিউর রহমান
শিপন, হিসাব
বিজ্ঞান বিভাগের
প্রভাষক তানিয়া
সুলতানা, তারেক
মাসুদ, সুমন
দেবনাথ, সমাজকর্ম
বিভাগের প্রভাষক
আব্দুল মোমিন
প্রমুখ।
পরে এক
মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠান পরিবেশন
করে কলেজের
বিভিন্ন বর্ষের
ছাত্রীরা।
Leave a Reply